মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 27, 2025 9:10 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাপান ও চীন সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাপান ও চীন সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিভার সঙ্গে পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। নতুন দিল্লীতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, বার্ষিক এই সম্মেলনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তার অগ্রগতি নিয়ে আলোচনার সুযোগ দেবে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন উভয় প্রধানমন্ত্রী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী আসীন হওয়ার পর শ্রী মোদীর এটি অষ্টম জাপান সফর।

সফরের দ্বিতীয় পর্যায় এ-মাসের ৩১ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী  , চীনের রাষ্ট্রপতি শি জিংপিং-এর আমন্ত্রণে সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল গতকাল  সাংবাদিকদের জানিয়েছেন, তিয়ানজিনে শাংহাই সহযোগিতা সংগঠন-এসসিওর রাষ্ট্র প্রধানদের ২৫তম বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  এসসিও প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার মোকাবিলা করা।