প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার জাপানে সরকারি সফরে রওনা দেবেন। দু’দিনের জাপান সফরে তিনি সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে পপঞ্চদশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
আজ নতুনদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন এই বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। তিনি বলেন, তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও মতবিনিময় করবেন। শ্রী মিস্রি উল্লেখ করেন যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর থেকে এটি প্রধানমন্ত্রী মোদীর অষ্টম জাপান সফর।