প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুই দিনের গুজরাট সফরে যাবেন। সফরের প্রথম দিনে, শ্রী মোদী আহমেদাবাদে ৫ হাজার ৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। উদ্বোধনের পর, তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী আহমেদাবাদের হনসলপুরে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোডের স্থানীয় উৎপাদন এবং ১০০টি দেশে ব্যাটারিচালিত বৈদ্যুতিক যানবাহন রপ্তানির উদ্বোধন করবেন।
Site Admin | August 24, 2025 9:39 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুই দিনের গুজরাট সফরে যাবেন।
