মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 23, 2025 9:38 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুগান্তকারী প্রযুক্তির ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুগান্তকারী প্রযুক্তির ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে চলেছে। এ প্রসঙ্গে তিনি সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন এবং বৈদ্যুতিক প্রোপালসানের কথা উল্লেখ করে জানিয়েছেন ভারত শীঘ্রই গগনযান অভিযান শুরু করবে।  আগামী দিনে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে বলেও প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায়,  বিজ্ঞানী এবং যুবসমাজ সহ মহাকাশ ক্ষেত্রের সঙ্গে  যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন অল্প সময়ের মধ্যেই জাতীয় মহাকাশ দিবস যুবসমাজের মধ্যে উৎসাহ ও আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। মহাকাশ ক্ষেত্রের একের পর এক মাইলফলক অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন গত ১১ বছরে সরকার মহাকাশ ক্ষেত্রে অনেক সংস্কার বাস্তবায়ন করেছে।

শ্রী মোদী উল্লেখ করেছেন  মহাকাশ প্রযুক্তি ভারতে শাসনব্যবস্থার একটি অংশ হয়ে উঠছে, যেখানে স্যাটেলাইট-ভিত্তিক মূল্যায়ন, উপগ্রহের মাধ্যমে মৎস্যজীবীদের সুরক্ষা তথ্য প্রদান, দুর্যোগ মোকাবিলা সহায়তা এবং প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানে ভূ-স্থানিক তথ্য ব্যবহার সহ ফসল বীমা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।   মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি  সাধারণ নাগরিকদের জীবনযাত্রাকে সহজ করে তুলছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।