প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন।
বিহার সফরকালে শ্রী মোদী, গয়ায় ১৩ হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যাত্রা শুরুর সংকেত দেবেন দুটি ট্রেনের। এই দুটি হল গয়া ও দিল্লীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী এবং কোডার্মার মধ্যে বুদ্ধিস্ট সার্কিট ট্রেন।
তারপর সেখানে জন সমাবেশেও ভাষণ দেবেন। এরপর শ্রী মোদী গঙ্গা নদীর ওপর অন্টা – সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই ব্রিজ পাটনার মোকামা ও বেগুসরাইয়ের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। নতুন এই ব্রিজটি চালু হলে তা উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াতের দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হ্রাস করা সম্ভব হবে।
এছাড়াও শ্রী মোদী বখতিয়ারপুর-মোকামা শাখায় ৩১ নম্বর জাতীয় সড়কের চারটি লেনেরও উদ্বোধন করবেন। এর ফলে একদিকে যেমন ট্রাফিক জ্যাম ও যাতায়াতের সময় কমবে, অন্যদিকে, যাত্রী ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে।
বক্সার তাপবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করবেন শ্রী মোদী। এরফলে বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধি ও শক্তি ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়বে। এই অঞ্চলে বিদ্যুতের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।
স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে প্রধানমন্ত্রী মুজাফফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রেরও আজ উদ্বোধন করবেন। অত্যাধুনিক এই হাসপাতালে বিহার ও পার্শ্ববর্তী রাজ্যগুলির ক্যান্সার আক্রান্ত রোগীরা কম খরচে চিকিত্সা পরিষেবা পাবেন।
শ্রী মোদী মুঙ্গেরে নমামি গঙ্গ প্রকল্পের আওতায় নির্মিত নিকাশী প্রকল্পেরও উদ্বোধন করবেন। এটি গঙ্গা দূষণ রোধে সহায়ক হবে এবং ঐ অঞ্চলের নিকাশী ব্যবস্থারও উন্নতি হবে।
এছাড়াও পিএম গ্রামীণ আবাস যোজনার আওতায় ১২ হাজার ও পিএম শহরাঞ্চলীয় আবাস যোজনার আওতায় ৪ হাজার ২৬০ জন উপভোক্তার গৃহপ্রবেশ অনুষ্ঠানও হবে আজ। প্রধানমন্ত্রী এদের কয়েকজনের হাতে প্রতীকী চাবি তুলে দেবেন।
বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়। এখানে তার ৫২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে রয়েছে মেট্রো রেলের তিনটি
নতুন রুটের সূচনা। এগুলি হল ইস্ট ওয়েস্ট মোট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া – বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরুর সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন।
এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২০০ কোটি টাকা ব্যয়ে ৭.২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী মোদী।
সফর শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।
তাঁর এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, পশ্চিমবঙ্গ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দিন দিন ক্ষোভ ও জনরোষ বাড়ছে। তাই উন্নয়নমূলক কর্মসূচীর আশায় এরাজ্যের মানুষ উন্নয়নমূলক কর্মসূচীর আশায় বিজেপির প্রতীক্ষায় রয়েছে।
কলকাতায় তিনি আজ দলের কর্মকর্তাদের নিয়ে এক রালি করবে বলেও সমাজমাধ্যমে ঐ বার্তায় শ্রী মোদী উল্লেখ করেন।