প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে উভয় নেতা ইউক্রেন এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাতের অবসানে শান্তিপূর্ণ সমাধানের জন্য গৃহীত উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং দ্রুত শান্তি ও স্থিতিশীল অবস্থার পুনরুদ্ধারের জন্য ভারতের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।তাঁরা বাণিজ্য, প্রতিরক্ষা, অসামরিক পারমাণবিক সহযোগিতা, প্রযুক্তি এবং জ্বালানী ক্ষেত্র সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলির অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাষ্ট্রপতি ম্যাক্রোঁ ভারত এবং ইইউর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন।
Site Admin | August 21, 2025 9:25 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
