প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে ১১ লক্ষ নতুন লাখপতি দিদির শংসাপত্র প্রদান অনুষ্ঠানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা করেছেন। সাম্প্রতিক আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে শ্রী মোদী এদিন ইঙ্গিতপূর্ণভাবে বলেন, প্রতিটি রাজনৈতিক দল এবং রাজ্য সরকারের উচিত দোষী যাতে সবচেয়ে কঠোন শাস্তি পায়, সেই ব্যবস্থা করা। দোষীকে যারা মদত দিচ্ছে, তাদেরও কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে।
জীবন ও নারী গরিমা সমাজ ও সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এদিন তিনি বলেন, আগে এইসব ঘটনার এফআইআর করতে দেরী হত। নতুন ন্যায় সংহিতায় এইসব বাধা দূর করা হয়েছে। একটি গোটা অধ্যায় রাখা হয়েছে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অত্যাচারের ওপর। এবার থেকে এই সব ঘটনায় মহিলারা থানায় যেতে না পারলেও ই-এফআইআর করতে পারেন। সেই এফআইআর-এর পরিবর্তন করলে দোষীরা কড়া সাজা পাবেন।
শ্রী মোদী মনে করিয়ে দেন, নাবালিকার ওপর যৌন অপরাধের ঘটনায় সর্বোচ্চ ফাঁসির সাজার সংস্থান করা হয়েছে। বিয়ের নামে ধোকা দিয়ে অপরাধ করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।