প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গে সফর করবেন।
সফরকালে শ্রী মোদী, বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর ওপর আউন্তা – সিমারিয়া সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী উদ্বোধন করবেন বখতিয়ারপুর থেকে মোকামার মধ্যে ৩১ নম্বর জাতীয় সড়কের চারটি লেনের।
স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে প্রধানমন্ত্রী মুজাফফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন ঐদিন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ১ হাজার ২-শো ৬০ কোটি টাকার নগর পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। গয়া – দিল্লীর মধ্যে অমৃত ভারত এবং বৈশালী এবং কোডার্মার মধ্যে সার্কিট ট্রেনের যাত্রা শুরুর সঙ্কেত দেবেন শ্রী মোদী।
পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী ৫ হাজার ২শো কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কলকাতায় মেট্রো রেলের তিনটি নতুন পথের যাত্রা শুরুর সংকেত দেবেন তিনি। এগুলি হলো – ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল পথ। দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে ১ হাজার ২শো কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।