প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সি.পি. রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে মনোনীত করার এনডিএ-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে, শ্রী মোদি বলেন, রাধাকৃষ্ণন সর্বদাই সমাজ সেবা এবং পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নে কাজ করেছেন। তামিলনাড়ুতে তৃণমূল স্তরে তাঁর কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। সাংসদ এবং রাজ্যপাল হিসেবেও তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এনডিএ পদপ্রার্থী হওয়ায় শ্রী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন।