প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ১৫ আগস্ট ৭৯-তম স্বাধীনতা দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সরকারের বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাযুজ্য রেখে এবারের স্বাধীনতা দিবসের মূল ভাবনা নয়া ভারত। সমৃদ্ধ, নিরাপদ ও সাহসী নতুন ভারতের উত্থানকে স্মরণ করে এই ভাবনা দেশের অগ্রগতির পথে নতুন উদ্যম যোগাবে।
এবছর স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন করা হবে। আমন্ত্রণ পত্রে থাকছে অপারেশন সিন্দুরের লোগো এবং চন্দ্রভাগা সেতুর ওয়াটার মার্ক। প্রায় পাঁচ হাজার বিশেষ অতিথিকে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদের মধ্যে রয়েছেন, ২০২৫-এর স্পেশাল অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দল, আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের স্বর্ণপদক জয়ীরা।
এই প্রথম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সামরিক ব্যান্ডের পারফর্মেন্স অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, ভারতীয় কোস্টগার্ড, এন সি সি, সি আর পি এফ, আই টি বি পি, সিআইএসএফ, অসম রাইফেলসের ব্যান্ড – দেশের ১৪০-টিরও বেশি স্হানে অনুষ্ঠান করবে।
আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় রাজধানী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। দিল্লী পুলিসের জয়েন্ট সিপি মধুর ভার্মা জানিয়েছেন, ২০ হাজারের বেশী পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। লালকেল্লা ও সেখানে প্রবেশের সব ভিভিআইপি রুটে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।