প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একুশ শতকের ভারত তার দায়িত্বপালনে উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। আজ নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নতুন টাইপ সেভেন বহুতলের উদ্বোধন করে তিনি বলেন, সাংসদদের জন্য ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিনশোটি নতুন বাসভবন তৈরি করা হয়েছে। লোকসভার সাংসদদের থাকার জন্য ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কোনও বাসভবন তৈরি করা হয়নি।
প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন রাজ্যের সাংসদরা ওই বাসভবনগুলিতে একসঙ্গে থাকেন, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্পিরিটের প্রতীক। দেশের ৪টি বৃহত্তম নদী কৃষ্ণা, গোদাবরী, কোশী, হুগলির নামে চারটি টাওয়ারের নামকরণ একতার প্রতীক বলে বর্ণনা করেছেন তিনি। শ্রীমোদী আশাপ্রকাশ করেছেন যে, সংসদের সব সদস্যরা একটি টিম হিসেবে একসঙ্গে সকলে কাজ করবেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশসেবা করবেন। এই বহুতলগুলিতে ১৮০ জনেরও বেশি সাংসদ একসঙ্গে থাকতে পারবেন।