প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরুতে নামমা মেট্রোর তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন।
তিনি বলেন ২০১৪-য় তার সরকার ক্ষমতায় আসার আগে ভারত ১০-টি আর্থিকভাবে দুর্বল দেশের মধ্যে থাকলেও বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম দ্রুততম অর্থনীতির দেশ। এই প্রসঙ্গে তিনি দেশের অগ্রগতির পরিসংখ্যানও তুলে ধরেন।
এছাড়া প্রধানমন্ত্রী আজ তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। ব্যাঙ্গালুরুর KSR-র রেল স্টেশন থেকে তিনি এই বন্দেভারতগুলির যাত্রা শুরুর সংকেত দেন। এই ট্রেনগুলি হল ব্যাঙ্গালুরু থেকে বেলাগাভী, মাতা বৈষ্ণদেবী কাটরা থেকে অমৃতসর এবং নাগপুর থেকে পুনে।