প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কর্নাটক যাচ্ছেন। ব্যাঙ্গালুরুর KSR-র স্টেশনে আগামীকাল তিনি তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এগুলি হল, ব্যাঙ্গালুরু থেকে বেলাগাভী, অমৃতসর থেকে শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে।এর পর তিনি ব্যাঙ্গলুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন এবং আর ভি রোড রায়গুড়া থেকে ইল্কট্রনিক্স সিটি পর্যন্ত মেট্রোপথের সওয়ার হবেন। পরে তিনি শহরের বিভিন্ন সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন।ভিত্তি স্থাপন করবেন ব্যাঙ্গালুরু মেট্রোর ফেজ-থ্রি প্রজেক্টেরও। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে ১৫ হাজার ৬১০ কোটি টাকা।
Site Admin | August 9, 2025 5:56 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কর্নাটক যাচ্ছেন।
