মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 8, 2025 11:54 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ১০-ই আগস্ট অমৃতস্বর ও মাতা বৈষ্ণদেবী – কাটরার মধ্যে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ১০-ই আগস্ট অমৃতস্বর ও মাতা বৈষ্ণদেবী – কাটরার মধ্যে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। ভার্চুয়ালী এক অনুষ্ঠানে তিনি যাত্রা শুরুর সংকেত দেবেন। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন ট্রেনটি যাতায়াত করবে। কাটরা থেকে সকাল ৬-টা ৪০-এ ছেড়ে, তা অমৃতস্বর পৌঁছবে বেলা ১২-টা ২০ মিনিটে। ফিরতি পথে বিকেল ৪-টে ২৫-এ অমৃতস্বর থেকে ছেড়ে ট্রেনটি কাটরায় পৌঁছবে রাত ১০-টায়।