প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ICAR PUSA য় এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে, শ্রী মোদী সমাবেশে ভাষণ দেবেন এবং খাদ্য ও শান্তির জন্য প্রথম এম এস স্বামীনাথন পুরস্কার প্রদান করবেন। আজকের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল ‘চিরসবুজ বিপ্লব, জাগতিক সুখের পথ’। সকলের জন্য খাদ্য নিশ্চিত করার জন্য অধ্যাপক এম.এস. স্বামীনাথনের আজীবন কাজ করে গিয়েছিলেন।
সম্মেলনের উদ্বোধনের আগে, প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন যে বিশ্বজুড়ে মানুষ ডঃ স্বামীনাথনের খাদ্য সুরক্ষা ও কৃষি গবেষণার প্রতি তাঁর প্রতিশ্রুতির প্রশংসা করে।