প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর কর্তব্য পথে তৃতীয় পর্যায়ে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। নতুন আবাসনটি পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী এই বৈশিষ্ট্যগুলি খুঁটিয়ে পর্যালোচনা করেন। এছাড়াও ভবনের প্রাঙ্গণে শ্রী মোদী বৃক্ষরোপণ করেছেন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, সরকারের দায়বদ্ধতা ও প্রতিটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বক্ষণের প্রচেষ্টার প্রতীক হলো এই কর্তব্য ভবন। সরকারের নীতি প্রণয়নে এবং জনগণের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দ্রুততা নিশ্চিত করতে এই উদ্যোগ শুধুমাত্র সহায়ক হবে না, দেশের বিকাশকেও পৌঁছে দেবে অন্যতম উচ্চতায়।
Site Admin | August 6, 2025 5:36 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর কর্তব্য পথে তৃতীয় পর্যায়ে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন।
