মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 12:08 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষিবিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এমএস স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহায়তায়, কাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছে।

সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় ভারতের কৃষি গবেষণা পরিষদের অধিকর্তা ডঃ এম এল জাট বলেছেন, এই বিখ্যাত বিজ্ঞানীর স্মরণে ভারত সরকার একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবে। এছাড়াও, খাদ্য উৎপাদনে ভারতের স্বয়ম্ভরতা অর্জনে স্বামীনাথনের কথা তুলে ধরেন তিনি। MSSRF এর চেয়ারপার্সন ডঃ সৌম্যা স্বামীনাথন এই সম্মেলনের আন্তর্জাতিক তাৎপর্যের কথা বলেন ও সুস্থায়ী কৃষিকাজে এই সম্মেলনের গুরুত্বের কথা তুলে ধরেন। সম্মেলনের মূল ভাবনা “চিরসবুজ বিপ্লব- জৈব সুস্থতার পথে এক যাত্রা।

এছাড়াও সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তু হল, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং সুস্থায়ী ব্যবহার, জলবায়ু উপযোগী ও পুষ্টিভিত্তিক কৃষি, কৃষিকাজে সমাজের বিভিন্ন অংশের অন্তর্ভুক্তি ও প্রযুক্তিচালিত কৃষির যথাযথ ব্যবহার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।