মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 11:56 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচী নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানান জায়গায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দফতরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্যভবনে। এর ফলে একদিকে যেমন কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে। অন্যদিকে, বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। দেড় লক্ষ বর্গমিটার এলাকার ওপর গড়ে তোলা এই দফতরে থাকছে ৭-টি তলা ও দুটি বেসমেন্ট। ওই ভবনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রক যেমন স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামন্নোয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং মুখ্যবইজ্ঞানিক উপদেষ্টা দফতর থাকবে। এর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ও পুনর্বিকরন সশক্তির মাধ্যমে ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। নতুন ভবনে আধুনিক সুশাসন পরিকাঠামোর যাবতীয় ব্যবস্থা থাকছে। প্রধানমন্ত্রীর আধুনিক, দক্ষতা সম্পন্ন এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের পথে এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।