August 5, 2025 5:57 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিলিপাইন্স এর রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়র এর উপস্থিতিতে ৯টা সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়।

ভারত ও ফিলিপাইন্স, আজ ৯ টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিলিপাইন্স এর রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়র এর উপস্থিতিতে আজ এই সমঝোতা স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ভারত ও ফিলিপাইন্স এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহযোগিতা, প্রতিরক্ষা , বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে চুক্তি ।

   পরে শ্রী মোদী সাংবাদিকদের বলেন, ভারত ও ফিলিপাইন্স  যখন  তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পালন করছে, তখন  সে দেশের রাষ্ট্রপতির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। পহেল গাঁও হামলা নিয়ে ফিলিপাইন্স যে ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, সেই জন্যে তিনি ধন্যবাদ জানান ।

ফিলিপাইন্স এর রাষ্ট্রপতিও , সন্ত্রাসবাদ মোকাবিলায়  প্রধানমন্ত্রী মোদীর সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।