মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 3, 2025 1:04 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। একারণে ভারতকে তার অর্থনীতি স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে। উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল ২ হাজার ২-শো কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অর্থনীতি বর্তমানে বহুমুখী অনিশ্চয়তার সম্মুখীন। এই অবস্হায় প্রতিটি দেশই তাদের নিজেদের স্বার্থ রক্ষার ওপর জোর দিচ্ছে।

নাগরিকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রত্যেকের কাছে স্বদেশী ভাবনার শপথগ্রহণের আহ্বান জানান। স্বদেশী বলতে তিনি ভারতের প্রচেষ্টায় প্রস্তুত যেকোন জিনিষকে বুঝিয়েছেন। তিনি আরও একবার ভোকাল ফর লোকালের আহ্বান জানান। প্রতিটি ভারতবাসীর ঘরে নতুন কেনা জিনিষ যেন স্বদেশী দ্রব্য হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। এব্যাপারে তিনি প্রতিটি ভারতবাসীকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি প্রতিটি ব্যবসায়ী এবং দোকানদারকে শুধুমাত্র স্বদেশী দ্রব্য বিক্রির করার আহ্বান জানান। আসন্ন উৎসবের মরশুমে স্বদেশী দ্রব্য ব্যবহারের মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।