মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 2, 2025 11:22 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরে, পিএম কিষাণ যোজনার কুড়ি-তম কিস্তি প্রদান করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী সফরে, পিএম কিষাণ যোজনার কুড়ি-তম কিস্তি প্রদান করবেন। এর আওতায় ৯ কোটি ৭০ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি  ২০,৫০০ কোটি টাকা প্রদান করা হবে।

এছাড়াও তাঁর ২ হাজার ২০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে আছে বারানসী-ভাদরী এবং চিতাউনি-শূল টঙ্কেশ্বর সড়ক প্রসারণ, হরদতপুরে রেলের ওভারব্রিজ। এছাড়াও শ্রী মোদী, ‘জল জীবন মিশন’-এর আওতায় ৪৭টি গ্রামীণ পানীয় জল প্রকল্প-এর উদ্বোধন করবেন। অত্যাধুনিকভাবে তৈরী ৫৩টি নতুন স্কুল ভবনের’ও তাঁর উদ্বোধন করার কথা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বারানসীতে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।