মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 28, 2025 11:21 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুর বিশ্বকে দেখিয়ে দিয়েছে কেউ যদি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানে তাহলে সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্দুর বিশ্বকে দেখিয়ে দিয়েছে কেউ যদি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হানে তাহলে সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে। Operation Sindoor সামরিক অভিযান দেশজুড়ে আত্মবিশ্বাসের এক নতুন অনুভূতি জাগিয়ে তুলেছে। তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরমে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল-এর জন্মবার্ষিকী উদযাপনে ভাষণ দিচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারতের শত্রু এবং সন্ত্রাসবাদীদের কোনও নিরাপদ আশ্রয়স্থল নেই। ভারত তার নিরাপত্তা এবং সার্বভৌমত্বের উপর যে কোনও হুমকির বিরুদ্ধে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে, অপারেশন সিন্দুর বিশ্বকে এই স্পষ্ট বার্তাই দিয়েছে।   

 প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে তাদের অবদানের প্রতি সম্মান জানাতে তামিলনাড়ুতে চোল সম্রাট রাজারাজ চোল এবং প্রথম রাজেন্দ্র চোল-এর বিশাল মূর্তি স্থাপন করা হবে। চোল সাম্রাজ্য ভারতের এক স্বর্ণযুগের প্রতিনিধিত্ব করে, যেখানে স্থাপত্য, শাসন, কূটনীতি, বাণিজ্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নানা সাফল্য এসেছিল। চোল  সম্রাটরা শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে শক্তিশালী  রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। শ্রী মোদী তামিলনাড়ুর প্রাচীন শৈব ঐতিহ্যেরও প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  বিশ্বের নানা স্থান থেকে  কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে নান পুরাকীর্তি উদ্ধার করে। এর মধ্যে ৩০টিরও বেশি চুরি যাওয়া পুরাকীর্তি  তামিলনাড়ুর।