প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১২৪ তম পর্বে আজ ভারতের বিজ্ঞান চর্চার প্রতি দৃষ্টিপাত করেছেন। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারত আজ নতুন উত্সাহের সঙ্গে এগিয়ে চলেছে। কিছুদিন আগে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে ভারতের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেবেশ পঙ্কজ, সন্দীপ কুচী, দেবদত্ত প্রিয়দর্শী ও উজ্জ্বল কেশরী এই চারজন দেশের নাম উজ্জ্বল করেছেন। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে দেশের ছাত্ররা তিনটি স্বর্ণপদক, ২ টো রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। একথা উল্লেখ করে শ্রী মোদী জানিয়েছেন, আগামী মাসে মুম্বইতে অ্যাস্ট্রো ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী মেদিনীপুরের সুসন্তান বিপ্লবী ক্ষুদিরাম বোসের, দেশের জন্য আত্মোত্সর্গের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ক্ষুদিরাম বসু হাসি মুখে ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছিলেন। এমনই অগনিত বলিদানের পর দেশ স্বাধীনতা অর্জন করেছিল। এপ্রসঙ্গে তিনি আগস্টকে বিপ্লবের মাস বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে স্মরণ করেছেন, স্বাধীনতার সঙ্গে দেশ বিভাজনের যন্ত্রনাও জড়িয়ে আছে। তাই ১৪ ই আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করা হয়।
এই আগস্ট মাসেই অর্থাত্ ৭ ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালিত হয়। এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের পৈঠান গ্রামের কবিতা ধবলের কথা উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য, আত্মনির্ভর ভারত গঠন করা। যার ভিত্তিই হল ভোকাল ফর লোকাল। যা যা ভারতে তৈরি হয়েছে, যেগুলো বানাতে গিয়ে ভারতীয়দের ঘাম ঝরেছে, সেগুলি কিনুন এবং সেগুলিই বিক্রি করুন – প্রধানমন্ত্রী আজ এই আবেদন দেশবাসীর সামনে রেখেছেন।
মন কি বাতে নরেন্দ্র মোদী মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রাক্তন নকশালবাদীরা কিভাবে সমাজের মূল স্রোতে যুক্ত হয়ে নতুন নতুন উদ্যোগ গড়ে তুলছেন, তার উদাহরণও দিয়েছেন।
স্বচ্ছ ভারত মিশনের ১১ বছর পূর্ণ হবে অতি শীঘ্রই। ইতোমধ্যেই স্বচ্ছ ভারত মিশন জন আন্দোলনে পরিণত হয়েছে। মন কি বাতে প্রধানমন্ত্রী জানান, এবছর দেশের সাড়ে চার হাজারেরও বেশি শহর এবং শহরতলি এই মিশনের সঙ্গে যুক্ত হয়েছে। ১৫ কোটিরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করেছেন। বর্জ্য ব্যবস্থাপন প্রক্রিয়ায় দেশে যেসব নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, শ্রী মোদী তার কয়েকটির কথা উল্লেখ করেন।
শ্রাবণের বারিধারার মাঝে দেশ আরও একবার উত্সবের রোশনাইতে সাজতে চলেছে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন আজ হরিয়ালি তিজ। তারপর নাগপঞ্চমী এবং রাখী বন্ধন এবং এরপরই আসছে জন্মাষ্টমী। উত্সবের এই দিনগুলিতে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।