মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2025 6:56 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে আজ প্রধান অতিথির আসন অলংকৃত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে আজ প্রধান অতিথির আসন অলংকৃত করেন। রাজধানী মালের রিপাবলিক স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এবং সেদেশের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এর আগে, প্রধানমন্ত্রী আজ মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ লতিফের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা ভারত-মালদ্বীপ মৈত্রীর মূল স্তম্ভগুলি নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে পরিকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং অন্যান্য বিষয়। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন দু দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা তাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে এবং উভয় দেশ আগামী দিনে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য উন্মুখ।