মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2025 11:40 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। ব্রিটেন ও মালদ্বীপ এই দু-দেশ সফর শেষে সরাসরি তিনি সেখানে পৌঁছবেন।

আজ রাতেই শ্রী মোদী টুটিকোরিনে চার হাজার আটশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে টুটিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, সেথিয়াথোপ্পু চোলাপুরম সড়ক চার লেনের এবং থুতুকুরি বন্দর সড়ক ৬ লেনের করা, ৯০ কিলোমিটার দীর্ঘ মাদুরাই – বোদি নায়াক্কানুর রেললাইনের বৈদ্যুতিকরণ এবং ২১ কিলোমিটার দীর্ঘ নাগেরকয়েল-কন্যাকুমারী শাখায় রেলের ডাবল লাইনের কাজ।

এছাড়াও শ্রী মোদী কুরানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বৃহৎ বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্হাপন করবেন।

আগামীকাল প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লীর চোলপুরম মন্দিরে, বিশিষ্ট চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে টুটিকোরিনের নিরাপত্তা ব্যবস্হা আরও আঁটোসাঁটো করা হয়েছে।