মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 10:39 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার গ্রীষ্মকালীন আবাস সেন্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাত করেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার গ্রীষ্মকালীন আবাস সেন্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাত করেন। 

রাজা তৃতীয় চার্লসের স্বাস্থ্য পুনরুদ্ধার এবং রাজকীয় দায়িত্ব পালন পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রী খুশি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদি এবং রাজা ,স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি জীবনযাপনের বিষয়ে আয়ুর্বেদ এবং যোগ এর পাশাপাশি  সারা পৃথিবীর মানুষের কাছে এগুলি পৌঁছে দেওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। ভারত ও বৃটেনের মধ্যে ঐতিহাসিক সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি, যে উভয় দেশের অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করবে সে বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী, ‘এক পেড় মা কে নাম’ এই সবুজের অভিযানে যোগ দেওয়ার জন্য রাজা তৃতীয় চার্লসকে ধন্যবাদ জানান। শরৎকালের রোপনের মরশুমে সেন্ড্রিংহ্যাম এস্টেটে লাগানোর জন্য একটি চারাগাছ, প্রধানমন্ত্রী মোদি, রাজা চার্লসের হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী উষ্ণ আতিথেয়তার জন্য রাজাকে ধন্যবাদ জানান এবং ভারতের সরকারি সফরে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানান।