মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 10:34 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালদ্বীপ পৌঁছবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালদ্বীপ পৌঁছবেন। ২০২৩য়ের নভেম্বরে সেখানে রাষ্ট্রপতির ডঃ মোহাম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা কর্মসূচী রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে বেশকিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকপত্র ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে, পাশাপাশি বেশি কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের সূচনা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ষাটতম বার্ষিকীও এই বছর। প্রধানমন্ত্রীর মালদ্বীপের এই সরকারি সফর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতিসঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপে এটি তৃতীয়বারের সফর। মালদ্বীপে ভারতের হাই কমিশনার জি বালসুব্রামানিয়াম জানিয়েছেন উভয় নেতা ভারত মালদ্বীপ সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন।