প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আজ চেকার -এ প্রতিনিধি স্তরে বৈঠক করেছেন। তারা দুজনেই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন।
বৈঠক সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবারের বিট্রেন সফরের প্রধান বিষয় ছিল, ভারত ও ইউকে – এর মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই নেতাই বিস্তারিত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই ঘটনা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শুধু তাই নয়, পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং কাজের সুযোগ বৃদ্ধি করবে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির দিকে তাকিয়ে আজ ইন্ডিয়া – ইউকে ভিসান ২০৩৫ ও গ্রহন করা হয়েছে। দু দেশ প্রতিরক্ষা সংক্রান্ত উতপাদন ও সহযোগিতা করার ব্যাপারেও একমত হয়েছে।