প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে ব্রিটেন ও মালদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি আজ রাতে লন্ডন পৌছবেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কীয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও সাক্ষাতের কর্মসূচী রয়েছে তাঁর। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, ভারত এবং ব্রিটেনের সুসংহত কৌশলগত অংশীদারীত্বে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আলোচনা হবে বলে, শ্রী মোদী আশা প্রকাশ করেন।
এদিকে, লন্ডনে আকাশবানী সংবাদদাতাকে ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, দুদেশের আলোচনায় ভবিষ্যতের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তিও স্বাক্ষরিত হতে পারে এবং তার ফলে দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।