প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন ও মালদ্বীপ সফর আগামীকাল থেকে শুরু হচ্ছে। সফরের প্রথম পর্যায়ে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আগামিকাল ব্রিটেন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে শ্রী মোদি বৈঠক করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ের স্টার্মারের সঙ্গে। দেখা করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, ব্রিটেন ও ভারতের শিল্পপতিদের সঙ্গেও কথা বলবেন শ্রী মোদি। প্রধানমন্ত্রী হিসাবে এটি তাঁর চতুর্থ ব্রিটেন সফর হতে চলেছে। ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে দুই রাষ্ট্রনেতার কথা হবে বলে বিদেশ সচিব জানিয়েছেন। তিনি আরও বলেন, ২০২১ সালেই দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশিদারিত্বে উন্নিত করা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় উঠে আসবে।
বিদেশ সচিব আজ আরও জানান, নয়া জাতীয় শিক্ষা নীতির আওতায় ব্রিটেনের সাউথাম্পটন বিশ্ববিদ্যালয় ভারতের গুরুগ্রামে সম্প্রতি তাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেছে। ব্রিটেনের আরও কিছু বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খোলার কথা ভাবছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে বলে বিদেশসচিব জানিয়েছেন। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে ব্রিটেনের স্থান ষষ্ঠ।
এই বিদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আগামী ২৫ ও ২৬ জুলাই মালদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ২৬ জুলাই মালদ্বীপের ৬০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রিত শ্রী মোদি। এটি তাঁর তৃতীয় মালদ্বীপ সফর। মহম্মদ মুইজ্জু সে দেশের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ সচিব জানিয়েছেন, ভারতের মহাসাগর প্রকল্পের এক গুরুত্বপূর্ণ অংশীদার মালদ্বীপ।
Site Admin | July 22, 2025 4:31 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন ও মালদ্বীপ সফর আগামীকাল থেকে শুরু হচ্ছে।
