প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশের প্রশাসন বিভিন্ন পদে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। উপরাষ্ট্রপতি হিসাবেও তিনি যোগ্যতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন।
আগেই জানানো হয়েছে, শারীরিক কারণে গতকাল উপরাষ্ট্রপতি পদ থেকে শ্রী জগদীপ ধনখড় ইস্তফা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।