প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশের প্রথম সারির সংগ্রামীদের মধ্যে মঙ্গল পাণ্ডের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, মঙ্গল পাণ্ডের সাহসিকতা ও বিরত্বের গল্প আগামীতেও দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সমাজ মাধ্যমে মঙ্গল পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডের ভূমিকা স্মরণ করে শ্রী শাহ লিখেছেন, ওই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।