মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2025 9:24 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে আজ বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি নিয়ে একদিনের সফরে আজ বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন। সফরের প্রথম ভাগে, প্রধানমন্ত্রী বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে ৭ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে রেল, সড়ক, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। বিহারে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে প্রধানমন্ত্রী চারটি নতুন অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন যা বিহারের গুরুত্বপূর্ণ শহরগুলিকে অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করবে। মোতিহারীর গান্ধী ময়দানে একটি জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী একাধিক রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে সমস্তিপুর-বাছওয়ারা রেল লাইনের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা, ৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের দারভাঙ্গা-থালওয়ারা এবং সমস্তিপুর-রামভদ্রপুর ডাবল লাইন প্রকল্পের কাজ। প্রধানমন্ত্রী পাটনার পাটলিপুত্রে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একাধিক রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গ্রামাঞ্চলে ট্রেন চলাচল সুগম করতে ১১৪ কিলোমিটার দীর্ঘ ভাটনি-ছাপড়া রেল লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থারও উদ্বোধন করবেন শ্রী মোদী।

দারভাঙ্গা-নারকাটিয়াগঞ্জ অঞ্চলে সড়ক পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রী ৮২০ কোটি টাকারও বেশি ব্যয়ে জাতীয় সড়ক-৩১৯ আরা বাইপাসের চার-লেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বাইপাসটি আরা-মোহনিয়া জাতীয় সড়ক-৩১৯ এবং পাটনা-বাক্সার জাতীয় সড়ক-৯২২-কে সংযুক্ত করবে। জাতীয় সড়ক-৩৩৩সি-এর সারওয়ান থেকে চাকাই পর্যন্ত দুই লেনের রাস্তারও তিনি উদ্বোধন করবেন। এই সড়কপথ বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে।

তথ্য ও প্রযুক্তি, আইটি সক্ষম পরিষেবা এবং ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং (ESDM) শিল্প এবং স্টার্টআপগুলিকে উৎসাহিত করার জন্য দারভাঙ্গায় নিউ সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) সুবিধাপ্রাপ্ত একটি নতুন ভারতীয় সফটওয়ার টেকনোলজি পার্ক এসটিপিআই এবং পাটনার এসটিপিআই-তে একটি ইউটিউবেশন ব্যবস্থাপনার সূচনা করবেন তিনি।

বিহারে মৎস্য ও জলজ পালন খাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) এর অধীনে অনুমোদিত একাধিক মৎস্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মাধ্যমে বিহারের বিভিন্ন জেলায় নতুন মাছের হ্যাচারি, জৈব ফ্লক ইউনিট, মাছ চাষ, মাছের খাদ্য প্রক্রিয়াকরণ সহ একাধিক আধুনিক মৎস্য পরিকাঠামোর সূচনা হবে।

প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM) এর আওতায় বিহারের ৬১ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে ৪০০ কোটি টাকাও বরাদ্দ করবেন। প্রধানমন্ত্রী ১২ হাজার উপভোক্তার মধ্যে কিছুজনের হাতে বাড়ির চাবি তুলে দেবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের ৪০ হাজার উপভোক্তার হাতে ১৬০ কোটি টাকারও বেশি অর্থ তুলে দেবেন।

বিহার থেকেই প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গ সফরে। এরাজ্যে তেল ও গ্যাস, শক্তি, সড়ক এবং রেল ক্ষেত্রে ৪ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশে উত্সর্গ করবেন। একইসঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। পশ্চিম বর্ধমানের তপশি ও পান্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতুভারতম প্রকল্পের অধীনে ৩৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে দুটি রোড ওভার ব্রিজের সূচনা করবেন। এই রোড ওভার ব্রিজ যাতায়াতের সুবিধা ছাড়াও রেলওয়ে ক্রসিং-এ দুর্ঘটনার হার কমাতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিয়ে দুর্গাপুর জুড়ে প্রস্তুতি তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।