প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার এক বিশেষ প্রতিনিধিদল আজ নতুনদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলার সময় তিনি গত মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং-এর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাই ভারত -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিয়ে যেতে সক্ষম।