প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন, সেগুলির তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা না হলেও, শিল্প ও পরিকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল নেহেরু স্টেডিয়ামে সভার প্রস্তুতি খতিয়ে দেখেন, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ পদস্থ আধিকারিক এবং বিজেপির নেতা কর্মীরা।