প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১ হাজারের বেশি নিয়োগপত্র সরকারের বিভিন্ন দপ্তরে নব নিযুক্ত যুবদের প্রদান করবেন। এই ভিডিও অনুষ্ঠানে তিনি নতুন নিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
১৬ তম ‘রোজগার মেলা’ দেশ জুড়ে ৪৭ টি জায়গায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র সরকারের মন্ত্রক ও অন্যান্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলছে। রোজগার মেলার মাধ্যমে এখনো পর্যন্ত ১০ লাখের বেশি নিয়োগ পত্র প্রেরণ করা হয়েছে। রেল মন্ত্রক, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শ্রম ও নিয়োগ এবং ডাক বিভাগ সহ একাধিক বিভাগে নতুন নিয়োগ হচ্ছে। প্রধান মন্ত্রীর নিয়োগ বৃদ্ধির পরিকল্পনায় অগ্রাধিকারের লক্ষ্যে ‘রোজগার মেলা’ অন্যতম প্রয়াস। মাধ্যমে দেশ গঠনের জন্য যুবদের উদ্বুদ্ধ করতে, তাঁদের স্বাবলম্বী করে সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে রোজগার মেলার গুরুত্ত্ব অপরিসীম।