প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আফ্রিকাকে পণ্য উৎপাদনের সামগ্রীর উৎস হিসেবে নয়, বরং মূল্যবোধ গঠন এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্ব প্রদানকারী মহাদেশ হিসেবে দেখা উচিৎ।
নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী আফ্রিকান ইউনিয়নের ২০৬৩ সালের এজেন্ডা, বিশেষ করে এর শিল্পায়নের উদ্যোগে ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত দক্ষিনী বিশ্ব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এককভাবে নয়, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে একযোগে উন্নয়ন যাত্রায় বিশ্বাসী। ভারত-আফ্রিকা অংশীদারিত্ব অভিন্ন উন্নয়নযাত্রায় নিহিত। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ভারত আঞ্চলিক স্তরে দক্ষতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আফ্রিকায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবনকে উৎসাহিত করতে বিনিয়োগ অব্যাহত রাখবে।