প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফলভাবে পাঁচ দেশ সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা এবং ব্রাজিলের পর প্রধানমন্ত্রী নামিবিয়া সফর করেন।
সফরকালে সেদেশে শিল্পোদ্যোগে উত্সাহ দানের জন্য এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট সেন্টার এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য একটি কেন্দ্র গড়ে তুলতে দুটি সমঝোতা পত্রও স্বাক্ষরিত হয়। ভারতের নেতৃত্বে বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিহত করার জোট কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফাস্ট্রাকচার এবং গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স-এ নামিবিয়া যোগদান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সেদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুরু হবে।
বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব দাম্মু রবি জানান, উইন্ডহোকে শ্রী মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্ব-ন্যান্ডি-এন্ডিয়াতো প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে মিলিত হন। তাঁরা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, হাইড্রকার্বন প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, স্বাস্থ্য, জনপ্রশাসনে ডিজিটাল ব্যবস্থাপনা, পরিবেশ এবং দক্ষতা বিকাশের সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় পারস্পারিক সহযোগিতা এবং বহুস্তরীয় আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন তাঁরা।