প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ব্রাসিলিয়ায়ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দু দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত করার পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও দুদেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা হবে। দুদেশের মধ্যে বৈঠকের পরে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। শ্রী মোদীকে আলভোরাডা প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রাজিলের রাষ্ট্রপতি ও তার স্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন লুলা দা সিলভা।
ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া জানিয়েছেন বৈঠকের পর ভারত ও ব্রাজিলের মধ্যে চারটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা।