মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 8, 2025 2:19 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে মিলিত হবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রিও ডি জেনিরোতে সপ্তদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর গতরাতে তিনি ব্রাসিলিয়ায় পৌঁছান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত-ব্রাজিল সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রীর এবারের ব্রাজিল সফর।

প্রধানমন্ত্রী মোদী, লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে আলোচনা হবে। তাদের দ্বিপাক্ষিক আলোচনায়  বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগের বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর , তাদের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। উভয় দেশ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।  ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া আগেই জানিয়েছিলেন ,  প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সময় চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সন্ত্রাসবাদ নির্মূলকরণ , কৃষি গবেষণা পুনর্নবীকরণ , জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হওয়ার কথা।

এরপর প্রধানমন্ত্রী নামিবিয়ার উদ্দেশে রওনা দেবেন।  এটি হবে তাঁর পাঁচ দেশের বিদেশ সফরের শেষ পর্ব।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী রিওতে ব্রাজিল সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন,  ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত  আলোচনা করেছেন। এই মঞ্চটিকে তিনি  আরও কার্যকর করার জন্য ব্রিক্সের সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানান।   তিনি আরও বলেন ,  বিশ্ব নেতাদের সঙ্গে  তাঁর দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন দেশের সাথে ভারতের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে ।

এর আগে, রিও ডি জেনেরিওতে পরিবেশ, সিওপি 30 এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক একটি অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের কল্যাণে এবং মানব সম্পদ রক্ষায় ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করে চলেছে। প্রকৃতিকে শ্রদ্ধা করাই হলো ভারতের বৈশিষ্ট্য। তিনি জোর দিয়ে বলেন , জলবায়ু পরিবর্তন রোধে ভারত তার নৈতিক কর্তব্য পালন করে যাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।