মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 11:03 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছেছেন। সফরকালে, শ্রী মোদী সপ্তদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী বিশ্ব প্রশাসনিক সংস্কার, শান্তি ও নিরাপত্তা, মজবুত বহুপাক্ষিক সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, জলবায়ু পরিবর্তন রোধে গৃহীত ব্যবস্থা, বিশ্ব স্বাস্থ্য, এবং অর্থনৈতিক ও আর্থিক বিষয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে।

সফরকালে শ্রী মোদী ব্রাসিলিয়া যাবেন। সেখানে ব্রাজিলের রাষ্ট্রপতি  লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং মানুষে মানুষে যোগাযোগ সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে দু দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে  আলোচনা করবেন।

 এদিকে, শিখর সম্মেলনের আগে বিভিন্ন দেশের শেরপারা, যৌথ বিবৃতি নিয়ে আলোচনার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।  

আজ এবং আগামীকাল এই খসড়া ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলবে।

 উল্লেখ্য, দক্ষিণী বিশ্বের উন্নয়ন নিয়ে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি নিরন্তর কাজ করে চলেছে। ভারত এই সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ডিজিট্যাল অর্থনীতির অভিজ্ঞতা ভাগ করে নেবে। সীমান্ত পারের সন্ত্রাসবাদ নিয়েও যৌথ ঘোষণাপত্রে উল্লেখ থাকবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।