মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2025 10:04 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ার মিলেই এর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ার মিলেই এর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে। রাজধানী বুয়েন্স আয়ার্সে এই বৈঠকে দুই নেতা ভারত – আর্জেন্টিনা অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, কৃষি , খনি , তেল ও গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মত বিষয় । এর আগে গত বছর নভেম্বরে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুই নেতা বৈঠক করেছিলেন।

আজ সকালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী  ও জাতীয় নেতা হোশে দে  সান মার্টিন এর মুক্তিতে শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে সে দেশে তাঁর আনুষ্ঠানিক সফর শুরু করেন। এর আগে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাজধানীতে হোটেলে পৌঁছানোর পর সেদেশের ভারতীয় সম্প্রদায় তাঁকে স্বাগত জানায়। পরিবেশন করা হয় কত্থক, ভরতনাট্যম, ওড়িশি নৃত্যকলা। প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে উচ্ছ্বসিতভাবে একথা জানিয়েছেন।

পাঁচ দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা যাত্রার লক্ষ্য হলো বিশ্বের দক্ষিণাংশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো জোরদার করে তোলা। ২০১৮ এ আর্জেন্টিনায় আয়োজিত টি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে শ্রী মোদি যোগ দিলেও দুদেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক গত ৫৭ বছরে এই প্রথম।

উল্লেখ্য , দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পালন করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।