প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে আজ ‘ দ্যা অর্ডার অফ দ্যা রিপাবলিক অফ ত্রিনিদাদ এন্ড টোবাগো ‘ সম্মানে ভূষিত করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে তিনি গর্বিত। ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে তিনি এই সম্মান গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কানগালুর সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রিনিদাদ টোবাগো কে ক্যারিবীয় অঞ্চলে UPI গ্রহণকারী প্রথম দেশ হওয়ার জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। তিনি বলেন UPI গ্রহণ দুটি দেশের কাছেই লাভজনক হয়ে উঠবে।