প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানার রাজধানী আকড়া-য়, সেদেশের সংসদে ভাষণ দিয়েছেন। দুদেশের সম্পর্ক প্রসঙ্গে শ্রী মোদী বলেন, ঘানার বিখ্যাত সুগারলোফ পাইনাপেলের চেয়েও মধুর এই বন্ধন। গণতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভারত গণতন্ত্রের পীঠস্থান। গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যই হচ্ছে, মুক্ত পারপস্পরিক সংলাপের ক্ষেত্র তৈরী করা। তিনি আরো বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্য সন্ধান’ই, ভারতীয় গণতন্ত্রের ভিত্তি।
প্রধানমন্ত্রী এদিন পশ্চিম আফ্রিকার এই দেশটির গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করে বলেন, গোটা আফ্রিকা মহাদেশের কাছে ঘানার গণতন্ত্র, আলোর দিশারী।
উল্লেখ্য, শ্রী মোদীকে গতকালই রাষ্ট্রপতি জন মাহামা, সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছেন। শ্রী মোদী এর প্রত্যুত্তরে ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মাহামার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে, দুদেশের মধ্যে সম্পর্ককে সুসংত অংশীদারিত্বে পরিণত করা নিয়ে আলোচনা করেন। দুই নেতাই দ্বিপাক্ষিক বাণিজ্যের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া কথা হয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে।
আজই প্রধানমন্ত্রী, তাঁর দ্বিতীয় পর্যায়ের সফরে ত্রিনিদাদ ও টোবাগো রওনা হয়েছেন। সেখানে তিনি রাষ্ট্রপতি ক্রিশ্চিন কারলা কাঙ্গালু ও প্রধানমন্ত্রী কমলাপ্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে বৈঠক করবেন। ত্রিনিদাদ ও টোবাগো-র সংসদেও তাঁর ভাষণ দেওয়ার কথা। পরে তিনি, পোর্ট অফ স্পেনে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন।