প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে ৫জি পরিষেবার সূচনা বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম। মাত্র দুই বছরে ৪ লক্ষ ৮১ হাজার বেস স্টেশন স্থাপন করা হয়েছে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষে লেখা একটি ব্লগে শ্রী মোদী বলেছেন, উচ্চ-গতির ইন্টারনেট এখন শহুরে কেন্দ্রগুলি ছাড়াও গালওয়ান, সিয়াচেন এবং লাদাখের মতো সামনের সারির সামরিক পোস্টগুলিতেও পৌঁছে গেছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন , ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)*-এর মাধ্যমে প্রতি বছর হাজার কোটি বেশি লেনদেন হচ্ছে এবং বিশ্বব্যাপী প্রায় অর্ধেক রিয়েল-টাইম ডিজিটাল লেনদেন এখন ভারতেই ঘটছে।
তিনি তুলে ধরেন, ২০১৪ সালে ভারতে প্রায় ২৫ কোটি ইন্টারনেট সংযোগ ছিল, যা এখন ৯৭ কোটিরও বেশি হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতের ডিজিটাল অর্থনীতি MSME এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন করছে। যা অতীতে দেখা যাইনি।