প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার থেকে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই পাঁচটি দেশের সফর শুরু করবেন।
নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত সচিব দাম্মু রবি বলেন, প্রধানমন্ত্রী তাঁর পাঁচটি দেশের সফরের প্রথম পর্যায়ে আগামী মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত ঘানা সফর করবেন। এটি হবে তাঁর প্রথম ঘানা সফর।
তিনি বলেন, শ্রী মোদী ঘানার রাষ্ট্রপতির সাথে আলোচনা করবেন। উভয় দেশই শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পর্যালোচনা করবে এবং অর্থনৈতিক, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করবে।