মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 29, 2025 6:34 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে অ্যাক্সিয়ম – ৪ অভিযানের মাধ্যমে শুভাংশু মহাকাশে পৌঁছন। শ্রী মোদী, শুভাংশুর উদ্দেশে বলেন, “আপনি ভারত থেকে অনেক দূরে থাকলেও ভারতীয়দের হৃদয়ে রয়েছেন। আপনার এই মহাকাশ ভ্রমণ নতুন এক যুগের সূচনা”। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শুক্লাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এই অভিযানের সাফল্য কামনা করেন।

এর জবাবে, ক্যাপ্টেন শুক্লা বলেন যে, মহাকাশে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি এই মহাকাশ যাত্রার কথা কোনওদিন স্বপ্নেও ভাবেননি, কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আজকের ভারতের মানুষ তাঁদের স্বপ্নপূরণে বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছেন।