প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে অ্যাক্সিয়ম – ৪ অভিযানের মাধ্যমে শুভাংশু মহাকাশে পৌঁছন। ১৯৮৪ সালে এক সোভিয়েত মহাকাশ অভিযানের মাধ্যমে ভারতের প্রথম মহাকাশচারী উইং কম্যান্ডার রাকেশ শর্মার মহাকাশ যাত্রার পর তিনিই হলেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী।