প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিসাশের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী জানান, দু’দেশের মধ্যে কৌশলগত অংশিদারিত্ত্ব আরও গভীর করার বিষয়ে উভয় নেতাই সহমত হয়েছেন। তিনি আরও জানান, ভারত ভিশন মহাসাগরের আওতায় মরিসাশের উন্নয়ন এবং প্রতিবেশি প্রথম নীতিকেই অগ্রাধিকার দেয়। উভয় নেতাই অংশিদারিত্ত্ব প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং মানুষে মানুষে সম্পর্কসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ডঃ রামগুলামকে প্রধানমন্ত্রী ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন।
Site Admin | June 25, 2025 8:41 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিসাশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন
