প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত স্পষ্ট করে দিয়েছে যে ভারতীয়দের রক্ত ঝরানো সন্ত্রাসবাদীদের জন্য কোনও আশ্রয়স্থলই নিরাপদ নয়। অপারেশন সিন্দুরের উল্লেখ করে তিনি বলেন যে বিশ্ব সম্প্রতি ভারতের শক্তি প্রত্যক্ষ করেছে কারণ এই অভিযান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির দৃঢ় এবং আপসহীন নীতি স্পষ্টভাবে প্রদর্শন করেছে। তিনি আরও বলেন, দেশ প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হয়ে উঠছে এবং অপারেশন সিন্দুরের সময় এই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে, যেখানে ভারতীয় বাহিনী দেশে তৈরি অস্ত্র ব্যবহার করে ২২ মিনিটের মধ্যে শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তিনি আরও আস্থা প্রকাশ করেন যে, আগামী দিনে ভারতে তৈরি অস্ত্র বিশ্বব্যাপী স্বীকৃতি এবং প্রশংসা অর্জন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নতুন দিল্লীতে ভারতের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ও ন্যায়নিষ্ঠ নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর ঐতিহাসিক আলাপচারিতার শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতবর্ষ আগে এই বৈঠক হলেও আজও তা সামাজিক সম্প্রীতি এবং বিকশিত ভারত গঠনে এক সমন্বিত লক্ষ্যের অনুপ্রেরণা হয়ে আছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এঁদের আদর্শেই সব কা সাথ সব কা বিকাশের ভাবনা আরও দৃঢ় হয়েছে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, সাংসদ আদুর প্রকাশ এবং শিবগিরি মঠে আগত বহু দর্শণার্থী সেখানে উপস্থিত ছিলেন।